সংবিধান কি?

সংবিধান বা Constitution বলতে কতোগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালাকে বোঝায় । যা কোন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্ম্পক নির্ণয় করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের ও বণ্টনের নীতি নির্ধারণ করে । আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান এক অপরিহার্য দলিল ।

প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব কিছু আইন-কানূন,নীতি দ্বারা পরিচালিত হয়। এসকল নিয়ম-নীতি সমূহ হল ঐসকল রাষ্ট্রে সংবিধান। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান সম্পর্কে বলেন,

“সংবিধান হল এমন একটি জীবন পদ্বতি যা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে”।এরিষ্টটল

“সংবিধান হল এমন কতগুলো আইন ও প্রথার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয় অথবা এমন কতিপয় আইনের সমন্বয় ঘটে যাতে সম্প্রদায়কে সংগঠিত, শাসন এবং একত্রীকরণের নীতিমালা এবং নিয়ামবলি সংযোজিত হয়”।লর্ড ব্রাইস

Add a Comment