সংবিধানের সপ্তম সংশোধনী

১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত দেশে সামরিক শাসন বহাল ছিল। ১৯৮৬ সালের ১১ নভেম্বর জাতীয় সংসদে সপ্তম সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনামলে জারি করা সব আদেশ, আইন ও নির্দেশকে বৈধতা দেয়া হয় এবং আদালতে এ বিষয়ে কোন প্রশ্ন উত্থাপন না করার বিধান করা হয়। সেদিক থেকে এ সংশোধনী ছিল পঞ্চম সংশোধনীর ধারাবাহিকতা মাত্র। কেননা পঞ্চম সংশোধনী দ্বারা ও সামরিক শাসনের বৈধতা দেওয়া হয়।

এ সংশোধনীতে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়। ২০১০ সালের ২৬ আগস্ট এ সংশোধনী আদালতে কর্তৃক অবৈধ ঘোষিত হয়।

এ সংশোধনী ছিলে সংবিধানের মৌলিক কাঠামগত পরিবর্তন। এর আগের ৪র্থ, ৫ম সহ এ সংশোধনীতি বাতিল হয়।

🡸 সংবিধানের ষষ্ঠ সংশোধনী সংবিধানের অষ্টম সংশোধনী 🡺

Add a Comment