সংবিধানের ষষ্ঠ সংশোধনী

১৯৮১ সালের ১০ জুলাই আনা হয় সংবিধানের ষষ্ঠ সংশোধনী। এ সংশোধনী কোন রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে করা হয়নি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উপ-রাষ্ট্রপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসাবে আব্দুস সাত্তারকে মনোনয়ন দান করে। তিনি ছিলেন উপরাষ্ট্রপতি। কিন্তু তখনকার নিয়মে কেউ উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর মত লাভজনক পদে থাকলে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য হবেন। এ সংশোধনীর মাধ্যমে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদকে প্রজাতন্ত্রের কোন লাভজনক পদ বলে গণ্য করা হবে না। মূলত এ সংশোধনী ছিল এক ব্যক্তির ও এক দলের স্বার্থে। যা উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে প্রেসিডেন্ট নির্বাচনের পথ উন্মুক্ত করে দেয়। তাই এটি একটি ব্যক্তিকেন্দ্রিক সংশোধনী।


👉 Read More...👇
🡸 সংবিধানের পঞ্চম সংশোধনীসংবিধানের সপ্তম সংশোধনী 🡺