সংবিধানের চতুর্থ সংশোধনী

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

চতুর্থ সংশোধনীর পটভূমিঃ ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়। এটি ছিল এদেশের ইতিহাসে একদিনে একটি বিল পাশ হওয়ার ঘটনা। এ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র ভূলুণ্ঠিত করে স্বৈরচারী ব্যবস্থার গোড়াপত্তন করা হয়। তাই এই সংশোধনীকে First Distortion of Constitution বলা হয়। (৪০তম বিসিএস প্রিলিমিনারি) বিস্তারিত

এ সংশোধনীর অন্যান্য দিক হল-

  • সংসদীয় পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা;
  • এক দলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করে অন্য সকল রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করা।
  • রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ বৃদ্ধি এবং রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি জটিল করা; রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে রাখা। রাষ্ট্রপতি প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক নিযুক্ত হন। তিনি যেকোন আদেশ দান ও চুক্তি সম্পাদন করতে পারবেন।
  • সংসদকে একটি ক্ষমতাহীন বিভাগে পরিণত করা; রাষ্ট্রপতিকে যেকোন সময় সংসদ ভেঙ্গে দেয়ার ক্ষমতা প্রদান।
  • বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব, মৌলিক অধিকার বলবৎ করার অধিকার বাতিল করা; সকল বিচারপতির নিয়োগ ও অপসারণ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়।
  • উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে নিযুক্ত করবেন ও অপসারণ করতে পারবেন।
  • মন্ত্রিপরিষদের ক্ষমতা হ্রাস করে মন্ত্রিপরিষদকে রাষ্ট্রপতির আজ্ঞাবহ করা। রাষ্ট্রপতি, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণে বাধ্য নন।
  • এ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী আজীবন প্রেসিডেন্ট হয়ে থাকা ও একমাত্র ক্ষমতাসীন দলের বিপরীতে সকল রাজনৈতিক দলকে বেআইনী ঘোষণা করা হয়।
  • সরকারি চাকুরিজীবীরা রাজনীতি করার সুযোগ পায়। রাষ্ট্রপতি কর্তৃক সৃষ্ট ‘জাতীয় দল’-এ তারা যোগ দিতে পারবেন।
  • ২৫ জানুয়ারি, ১৯৭৫ হতে সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।
  • রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সময়ে সকল সাংসদকে তাঁর দলে যোগ দান বাধ্যতামূলক করা হয়। অন্যথায় সদস্যপদ বাতিলের বিধান করা হয়।
  • রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি আরও জটিল করা হয়। আগে যেখানে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ২/৩অংশ ভোটের প্রয়োজন হতে, চতুর্থ সংশোধনীতে তা ৩/৪ অংশ করা হয়।

এ সংশোধনীতে ৭২ এর সংবিধানের অন্যতম মূলনীতি ‘গণতন্ত্র’ সংবিধান থেকে তিরোহিত হয় এবং সংবিধানের যথেচ্ছা ব্যবহার শুরু হয়।

উল্লেখযে এ সংশোধনীটি বাতিল হয়েছে। এটি সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন ছিল।
বিগত সালের প্রশ্নঃ ২৭তম বিসিএস লিখিত।


👉 Read More...👇