পোশাক শ্রমিক

পোশাক শিল্প খাতে প্রায় ৫ হাজার কারখানায় ৪০ লাখের মতো শ্রমিক কাজ করছেন।

পোশাক শ্রমিকের মজুরি
২০১৩ সালে ১ডিসেম্বরে তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি ৫৩০০ টাকা করা হয়। এর মধ্যে মূল মজুরি ৩হাজার, বাড়ি ভারা ১হাজার ২০০, এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্যভাতা ১হাজার ১০০টাকা নির্ধারণ করা হয়। ঐ বছরের ডিসেম্বরের আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৩ হাজার টাকা। একেকটি মজুরি কাঠামো পাঁচ বছরের জন্য করা হয়। সে অনুযায়ী ২০১৮ সালের ৩১জানুয়ারিতে শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপণ জারি করা হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে তিনজন সদস্যের একটি পরিবারের জীবন ধারণের জন্য ২২ হাজার টাকা প্রয়োয়জন। কিন্তু শ্রমিকেরা এর ১৪ শতাংশ মাত্র পান। যা আমাদের প্রতিযোগী দেশগুলোর মধ্যে সব থেকে কম। চীন ৩৪, ভারত, ২৭, ভিয়েতনাম ৩৯, ফিলিপাইনে ৩২। তারপরও আমাদের শ্রমিকেরা মাত্র ১৬ হাজার টাকা দাবি করছে। এ দাবি অধিকাংশ শ্রমিক সংগঠনের।

শ্রমিক উন্নয়ন
রানাপ্লাজা ধসের পর গত পাঁচ বছরে পোশাক কারখানার অগ্নি, ভবন ও কাঠামোগত ত্রুটির সংস্কার কাজে অনেক অগ্রগতি হয়েছে। তবে শ্রমিকের মজুরি কাঠামো, পেশাগত স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার বিষয়ে খুব একটা উন্নয়ন হয়নি।

Bangladesh Institute of Labor Studies এর মতে গত পাঁচ বছরে, পোশাক খাতে ব্যবসা বেরেছে, কারখানা বেরেছে, মালকের সংখ্যা বেড়েছে, মালিকদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, কিন্তু পোশাক শ্রমিকদের জীবন মানের উন্নয়ন ঘটেন।


👉 Read More...👇

Add a Comment