তারিখ অনুসারে সংবিধান তথ্য

  • ১৯৭২ সালের ২৩ মাচ গণপরিষদ আদেশ জারি হয় ।
  • ১০ এপ্রিল, ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
  • ১১ এপ্রিল, ১৯৭২ এ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিষিষ্ট খসড়া সংবিধান কিমিটি গঠিত হয়।
  • ১২ অক্টোবর, ১৯৭২ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে, এদিন কমিটি কর্তৃক খসড়া সংবিধান উত্থাপন করা হয়।
  • ৪ নভেম্বর ১৯৭২ এ গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
  • ১৪ ডিসেম্বর ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন।
  • ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে সংবিধান কার্যকর হয়।

Add a Comment