কামরুল হাসান

Quamrul Hassan
Quamrul Hassan
কামরুল হাসান (জন্ম :২ ডিসেম্বর, ১৯২১ – মৃত্যু : ২ ফেব্রুয়ারি, ১৯৮৮) বিখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী। তিনি ড্রইং-এ দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে ‘পটুয়া‘ নামে পরিচিত হতে পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে‘ পোস্টারটি খুব বিখ্যাত।

কামরুল হাসান ১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে শিবনারায়ণ দাশ কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ দেন।

কামরুল হাসান জাতীয় কবিতা উৎসবে সভাপতি হিসেবে উপস্থিত থাকাকালীন সময়ে, স্বৈরশাসক এরশাদকে ব্যঙ্গ করে ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে‘ স্কেচটির অঙ্কন কার্য সমাপ্ত করার কয়েক মিনিট পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২ ফেব্রুয়ারি ১৯৮৮ তারিখে মারা যান। তাঁর আরও দুটি বিখ্যাত চিত্রের মধ্যে তিনকন্যা ও নাইওর

Previous Flag of Bangladesh
শিবনারায়ণ দাশ কর্তৃক ডিজাইনকৃত বাংলাদেশের প্রথম পতাকা
Present Flag of Bangladesh
বাংলাদেশের জাতীয় পতাকা (কামরুল হাসান কর্তৃক পরিবর্তীত)
Annihilate those demon
এই জানোয়ারদের হত্যা করতে হবে
Desh aj bisso behayar khoppore
দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে
Three Women
তিন কন্যা
Nayar
নাইওর

Add a Comment