শওকত ওসমান

শওকত ওসমান তাঁর পৈতৃক নাম শেখ আজিজুর রহমান। ১৯১৭ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
তাঁর লিখিত গ্রন্থগুলো নিম্নরূপ

উপন্যাসঃ নেকড়ে অরণ্য, জননী, পতঙ্গ পিঞ্জর, রাজা উপখ্যান, দুই সৈনিক, চৌরসন্ধি, জাহান্নাম হইতে বিদায়, কৃতদাসের হাসি

নেকড়ে জননী পতঙ্গ রাজাকে দুইটি সৈনিক দিয়ে চারদিক দিয়ে বন্দী করে জাহান্নামে নিক্ষেপ করে দুষ্ট হাসি হাসল।

মুক্তিযুদ্ধকে পটভূমি করে তিনি লিখেছেন চারটি উপন্যাস – জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য ও জলাংগী

‘আর্তনাদ’ তাঁর ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস

নাটকঃ বাগদাদের কবি, কাঁকর মনি, লস্কর তস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা।

বাগদাদের কবি কাঁকরমনি লস্কর তস্করের স্বাধীনতা চূর্ণ করে মামলা খাইছে।

প্রবন্ধগ্রন্থঃ ভাব ভাষা ভাবনা, সংস্কৃতির চড়াই উৎরাই, মুসলিম মানুষের রূপান্তর।
শিশুতোষ গ্রন্থঃ ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফোন, ক্ষুদে সোশালিস্ট, পঞ্চসঙ্গী।
রম্যরচনাঃ নিজস্ব সংবাদদাতা প্রেরিত

সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, একুশে পদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার -এ ভূষিত হন। ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

Add a Comment