রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

১৮২৭ সালে বর্ধমান জেলার বাকুলিয়া গ্রামে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বাকুলিয়া পাঠশালা ও স্থানীয় মিশনারি স্কুলের পাঠ শেষে হুগলির মহসিন কলেজে ভর্তি হন কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি কলেজের পড়াশোনা শেষ করতে পারেন নি। সংস্কৃত ও ইংরেজি ভাষায় তাঁর ব্যুৎপত্তি ছিল। কলকাতার প্রেসিডেন্সি কলেজে সাহিত্যের অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেও পরে তিনি ডেপুটি কালেক্টর হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ঈশ্বর গুপ্ত সম্পাদিত ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার তিনি নিয়মিত লেখক ছিলেন। সংবাদ রসসাগর, এডুকেশন গেজেট, সাপ্তাহিক বার্তাবহ প্রভৃতি পত্রিকার সম্পাদক বা সহ-সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী, শূরসুন্দরী, কাঞ্চীকাবেরী, নীতি কুসুমাঞ্জলি প্রভৃতি তাঁর কাহিনী কাব্য।
অনুবাদ সাহিত্যঃ ভেক-মূষিকের যুদ্ধ, হোমারের কাব্যের অনুবাদ।
১৮৮৭ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

টডের অ্যানাল্‌স্‌ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তাঁর মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ –

স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায় ?

দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়পদ্মিনী উপাখ্যানের অংশ

Add a Comment