মমতাজ উদদীন আহমদ

মমতাজ উদদীন আহমদ ১৮ই জানুয়ারি ১৯৩৫ সালে পণ্ডিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কলিম উদদীন আহমদ এবং মাতা সখিনা খাতুন। তিনি ১৯৫১ সালে ভোলাহাট রামেশ্বরী ইন্ইস্টটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বি.এ (অনার্স) ও এম.এ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। কিছু সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। তিনি মূলত নাট্যকার ও অভিনেতা হিসেবে খ্যাতিমান। বাংলাদেশের নাট্যশিল্প আন্দোলনের তিনি পুরোধা পুরুষ।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক : স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুম্বারের পালা, বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি; কি চাহে শংখচিল প্রেম বিবাহ সুটকেস।

গবেষণা ও প্রবন্ধ : বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত, প্রসঙ্গ বাংলাদেশ, প্রসঙ্গ বঙ্গবন্ধু ইত্যাদি।
বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমী পুরুস্কার, শিশু একাডেমী সাহিত্য পুরুস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরুস্কার ও সম্মাননায় ভূষিত হন।

Add a Comment