হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৭ এপ্রিল, ১৮৩৮ – ২৪ মে, ১৯০৩) তাঁর পৈতৃক নিবাস ছিল হুগলীর উত্তরপাড়া গ্রামে। হেমচন্দ্রের প্রথম কাব্য চিন্তাতরঙ্গিনী এছাড়াও আছে

বীরবাহু ,
আশাকানন ,
সাঙ্গরূপক কাব্য,
ছায়াময়ী ,
বিবিধ কবিতা
দশ মহাবিদ্যা

বাংলা মহাকাব্যের ধারায় হেমচন্দ্রের বিশেষ দান হচ্ছে স্বদেশ প্রেমের উত্তেজনা সঞ্চারক বৃত্রসংহার মহাকাব্য এটি কবির শ্রেষ্ঠ রচনা।
তাঁর একটি কবিতার নামে ‘জীবন সঙ্গীত’-কবিতাটি মার্কিন কবি Henry Wadsworth Longfellow এর ‘A plasma of Life’ শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ।
কবিতাটির কয়েকটি চরণ নিম্ন রূপ

করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস

মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন,
হয়েছে প্রাতঃস্মরণীয়,
সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে
আমরাও হব বরণীয়

Add a Comment