আব্দুল্লাহ আল মামুন

abdullah-al-mamun
Abdullah-Al-Mamun
অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক আব্দুল্লাহ আল মামুন ১৯৪২ সালের ১৩ই জুলাই জামালপুরে আমড়া পাড়ায় জন্ম গ্রহণ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনও ক্রীতদাস, কোকিলারা, দ্যাশের মানুষ, মেরাজ ফকিরের মা, মেহেরজান আরেকবার ইত্যাদি৷

শহীদুল্লাহ কায়সারের উপন্যাস সংশপ্তক নিয়ে ধারাবাহিক নাটকের পরিচালক ও প্রযোজক হিসেবে তিনি পান প্রবাদপ্রতিম খ্যাতি। তাঁর নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সারেং বৌ (১৯৭৮), শখী তুমি কার, এখনই সময়, জোয়ারভাটা, শেষ বিকেলের মেয়ে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র দুই বেয়াইয়ের কীর্তি।

২১শে আগস্ট, ২০০৮ তারিখে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Add a Comment