কাজী নজরুল ইসলাম এর উপন্যাস

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

নজরুল মাত্র তিনটি উপন্যাস রচনা করেন -বাঁধন হারা (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) , কুহেলিকা, মৃত্যুক্ষুধা (২৬, ২৪তম বিসিএস প্রিলিমিনারি) ‘বা-কু-ম’ শব্দবন্ধটি মনে রাখার মাধ্যমে উপন্যাসতিনটির নাম মনে রাখতে পারেন।

বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। এর পত্রগুলো ‘মোসলেম ভারত’ পত্রিকায় প্রকাশিত হয়। এতে ১৮টি পত্র আছে। পত্রগুলোর লেখক-লেখিকা ৯ জনের মধ্যে ৬ জনই নারী। এর প্রধান চরিত্র নুরুল হুদা। কাজী নজরুল ইসলাম এটি উৎসর্গ করেছিলেন সাংবাদিক, সাহিত্যিক নলিনীকান্ত সরকার কে।

মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস। ত্রিশালের গ্রামের সাধারণ মানুষের জীবন ও মেজ বউ নামক চরিত্রের মাধ্যমে এর আখ্যান রচিত হয়েছে। এটি অসহযোগ আন্দোলনের পটভূমিতে লেখা।

কুহেলিকা বাংলা সাহিত্যে সন্ত্রাসী বিপ্লবের উপর লিখিত ২য় উপন্যাস(প্রথম- শরৎ চন্দ্রের পথের দাবি) এ উপন্যাসের নায়ক ও প্রধান চরিত্র কুমিল্লার এক জমিদারের অবৈধ পুত্র জাহাঙ্গীর।

  • কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্তার পরিচয় দিন। (৩৬তম বিসিএস লিখিত)
  • কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের নাম লিখুন। (৩৮তম বিসিএস লিখিত)

Add a Comment