কাজী নজরুল ইসলাম এর কর্মজীবন

প্রথম জীবনে কবি-দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে। পরবর্তীতে, পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় গান লিখা ও সুরারোপ করেন।

-১৯১৭ সালে সেনাবাহিনীতে ৪৯ নং বাঙালি পল্টনে যোগ দেন । ১৯২০ সালের মার্চ এপ্রিল পর্যন্ত কবির সামরিক জীবন।

– ১৯২৫ সালে রাজনীতিতে যোগ দেন ও “শ্রমিক-প্রজা-স্বরাজ” দল গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি মাত্র ২২ বছর সাহিত্য সাধনা করেন।

Add a Comment