কাজী নজরুল ইসলাম এর শিক্ষাজীবন

প্রাথমিকঃ গ্রামের মক্তব।
মাধ্যমিকঃ প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল স্কুল।
দ্বিতীয়ত, মারখুন উচ্চ ইংরেজি স্কুল।
সর্বশেষ, ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুল।

সিয়ারসোল স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় ‘ক্ষমা’ নামে একটি কবিতা লেখেন। পরে এটি মুক্তি নামে প্রকাশত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ১৯১৯ সালে।

Add a Comment