কাজী নজরুল ইসলামের জীবনবৃত্তান্ত

কাজী নজরুল ইসলাম ২৫ মে ১৮৯৯/ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ সালে বর্তমান পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ, তিনি মসজিদের ইমাম এবং মাজারের খাদেম ছিলেন।কাজী নজরুল ইসলামের মায়ের নাম জাহেদা খাতুন ।

শিক্ষাগত যোগ্যতাঃ দশম শ্রেণি (ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুল)
স্ত্রীঃ প্রথম- নার্গিস (মূল নাম সৈয়দা)
দ্বিতীয়- আশালতা সেনগুপ্ত (ডাক নাম-দুলি; বিবাহত্তোর নাম- প্রমীলা)

জাতীয়তাঃ বাংলাদেশী (১৯৭৬ সাল থেকে)

মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে ২৪ মে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাঁকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ২৯ আগস্ট ১৯৭৬/ ১২ ভাদ্র ১৩৮৩ তে পরলোকগমন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙণে তিনি চির নিদ্রায় শায়িত আছেন।

Add a Comment