কাজী নজরুল ইসলাম এর উক্তি

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

১। দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে — আমার কৈফিয়ত ( কবিতা)

২। চাষী ওরা, নয়কো চাষ, নয়কো ছোট লোক

৩। মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য ——- বিদ্রোহী (কবিতা)

৪। বাতায়ন পাশে গুবাক তরুর সারি (গুবাক মানে সুপারি)

৫। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার (গান)

৬। হে দারিদ্র তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান
কণ্টক মুকুট শোভা—— (কবিতা)

৭। কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা
দাঁড়ি মুখে সারিগান- লা শরীক আল্লাহ —– খেয়াপারের তরণী (কবিতা)

৮। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধকের কঙ্গাল মূর্তি

৯। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।

১০। রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে ! —— মানুষ (কবিতা)

১১। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? —– কাণ্ডারী হুশিয়ার (কবিতা)

১২। কাঁটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা
দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।। (২৪তম বিসিএস প্রিলিমিনারি) এখানে ‘ভাল’ মানে কপাল বা ললাট।

১৩। গাহি সাম্যের গান
ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান

১৪। গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান —–সাম্যবাদী (কবিতা)

১৫। সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! ——- নারী (কবিতা)

১৬। গাহি সাম্যের গান –
মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান ——- মানুষ (কবিতা)

১৭। নিচে পাপ-সিন্দু তুঙ্গ তরঙ্গ।
মৃত্যুর মহানিশা রুন্দ্র উলঙ্গ
নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাপে তরণীর পাপী যিত নিঃস্বে

১৮। আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।

১৯। কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল করবে লোপাট —— ভাঙ্গার গান (গান)

২০। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা ।

২১। সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’ মোসাহেব বলেন, ‘চমৎকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার?’- তোষামদ ।

২২। হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কন্টক মুকুট শোভা। দারিদ্র্য ।

২৩। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তুর্য- বিদ্রোহী কবিতা।
বিশ্ব যা’ কিছু মহান সৃষ্টি চির কল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর – নারী কবিতা, ।

২৪। কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা/ দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা. (২৪তম বিসিএস প্রিলিমিনারি)

২৫। কাণ্ডালী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ- খেয়াপারের তরণী।

২৬। থাকব নাক বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে/ কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে; সংকল্প ।

২৭। গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে নাই বড় কিছু, নহে কিছু মহীয়ান ।

২৮। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী/ সেধে সেধে কেঁদে কেঁদে/ যাবে কত যামিনী- । (১৪তম বিসিএস প্রিলিমিনারি)

২৯। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নজরুলের বাতায়ন পাশে গুবাক তরুর সারি।

৩০। আজি হতে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে – ১৪০০ সাল।

Add a Comment