রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান

রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা করুন। (৩৬তম বিসিএস লিখিত)

মধ্যযুগে মুসলিম কবিগণ আরবি ফার্সি ও হিন্দি সাহিত্য থেকে উপকরণ নিয়ে নিজেরাও সাহিত্যের ক্ষেত্রে অবদান রাখতে শুরু করেন। মধ্যযুগে মুসলিমদের এই অবদান রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান হিসাবে খ্যাত।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- ইউসুফ জোলেখা, লাইলি-মজনু, হানিফা-কয়রাপরী, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, জেবলমূলক-শামারোখ ইত্যাদি কাহিনী ফারসি সাহিত্য থেকে নেওয়া হয়।

অপরদিকে গুলে বকাওলী, সতীময়না ও লোরচন্দ্রানী, পদ্মাবতী, মধুমালতি, গদামল্লিকা প্রভৃতি কাব্যের কাহিনী হিন্দি সাহিত্য থেকে গৃহীত।

Add a Comment