বাংলা সাহিত্যের চৈতন্য যুগ

শ্রী চৈতন্য যদিও কোনো সাহিত্য রচনা করেন নি, কিন্তু মধ্যযুগের সাহিত্য বিকাশে তাঁর ভূমিকা অপরিসীম। তাঁর নামে বাংলা সাহিত্যের একটি যুগের নাম করণ করা হয়েছে।

১২০১-১৩৫০ অন্ধকার যুগ
১৩৫১-১৫০০ চৈতন্য পূর্ববর্তী যুগ
১৫০১-১৬০০ চৈতন্য যুগ
১৬০১-১৮০০ চৈতন্য পরবর্তী যুগ

চৈতন্য যুগ বা চৈতন্য সমসাময়িক যুগের নিদর্শন হল চৈতন্যজীবনী কাব্য “চৈতন্যভাগবত“, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র ও তত্ত্বগ্রন্থ।

Add a Comment