নারায়ণদেব( ‘সুকবি-বল্লভ’)

নারায়ণদেবের উপাধি ছিল ‘সুকবি-বল্লভ’। তিনি মনসামঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি তিনি তাঁর যে সংক্ষিপ্ত আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায়, তাঁর বৃদ্ধ পিতামহ উদ্ধারণদেব রাঢ়দেশ ত্যাগ করে পূর্ববঙ্গের বোরগ্রামে বসতি স্থাপন করেছিলেন। বোরগ্রাম ময়মনসিংহ জেলার পূর্বসীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। অনুমিত হয় তিনি চৈতন্যপূর্ববর্তী যুগে(১৩৫০-১৫০০ খ্রিঃ) আবির্ভূত হয়েছিলেন। তাঁর রচিত মনসামঙ্গল কাব্য আসামের ব্রহ্মপুত্র এবং সুরমা উপত্যকা , উভয় অঞ্চলেই ব্যাপক প্রচার লাভ করেছিল। এর ফলে অসমিয়া ভাষায় তাঁর কাব্যটি আনুপূর্বিক পরিবর্তিত হয়ে গেছে। এমন কি কেউ কেউ তাঁকে অসমিয়া ভাষার আদি কবির মর্যাদা দিয়েছেন।

মনসা মঙ্গল কাব্যের অপর কবিগণ
কানা হরিদত্ত মনসামঙ্গ কাব্যের আদি কবি।
বিপ্রদাস পিপলাই এর মনসাবিজয়- যেখানে মনসার সম্পূর্ণ কাহিনী পাওয়া যায়।
দ্বিজ বংশীদাস (উল্লেখ যে দ্বিজমাধব চণ্ডীমঙ্গল ও গঙ্গামঙ্গলের কবি)
বিজয় গুপ্তের পদ্মাপুরাণ- যেখানের দেবতার চাইতে মানবকেই বড় করে দেখা হয়েছে।

মনসার মাহাত্ম্যজ্ঞাপক মঙ্গলকাব্য রচনা করেছেন। এদের মধ্যে কেতকাদাস ক্ষেমানন্দ অন্যতম। কবির আসল নাম কেতকাদাস ও ক্ষেমানন্দ তাঁর উপাধি।

Add a Comment