কলিকামঙ্গল কাব্য

অপূর্ব রূপবান রাজকুমার ও বীরসিংহের সুন্দরী-বিদূষী কন্যা বিদ্যার গুপ্ত প্রণয়কাহিনী কলিকামঙ্গল কাব্যের মূল উপজীব্য। কলিকামঙ্গল বা বিদ্যাসুন্দর আদি কবি কঙ্ক। তিনি কিশোরগঞ্জ জেলার রাজেশ্বরী নদীর তীরে বিপ্র গ্রামে জন্মগ্রহণ করেন। কবি কঙ্ক গুরু কন্যা লীলার প্রেমে পড়েছিলেন। তাঁর জীবনের করুণ ও বিচিত্র কাহিনী অবলম্বনে রচিত লোকগাঁথা ‘কঙ্ক ও লীলা’ নামে ময়মনসিংহ গীতিকায় স্থান পেয়েছে।

রামপ্রসাদ সেন কলিকামঙ্গলের অন্যতম কবি। তিনি কবি ভারত চন্দ্র রায়গুণাকরের সমসাময়িক ছিলেন। তাঁর কাব্য গ্রন্থের নাম ‘কবিরঞ্জন‘। নবদ্বীপের(নদীয়া) রাজা কৃষ্ণচন্দ্রের সভা কবি ছিলে। কৃষ্ণচন্দ্র তাঁকে ‘কবিরঞ্জন‘ উপাধি দেন।

সাবিরিদ খান(শাহ বারিদ খান) ও কাব্যরস সৃষ্টির উদ্দেশ্যে বিদ্যাসুন্দর রচনা করেন।

Add a Comment