শাহ বারিদ খান/সাবিরিদ খান

সাবিরিদ খান ষোড়শ শতাব্দির গোড়ার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহন করেন। মধ্যযুগের অন্যতম কবি সাবিরিদ খানের দীঘি নানুপুরে অদ্যাবধি বিদ্যমান।

সাহিত্য কর্ম

বিদ্যাসুন্দর
বিদ্যাসুন্দর ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে কবি সাবিরিদ খান রচিত একটি রোমান্টিক প্রণয়কাব্য। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনী কালিকামঙ্গলের অন্তর্গত এবং রায়গুণাকর ভারতচন্দ্র সহ অনেক কবি একই কাহিনী ভিত্তিক কাব্যের রূপ দিয়েছেন। সাবিরিদ খানের কাব্যের কাহিনীর সাথে দেবী কালিকার বিশেষ কোন সম্পর্ক নেই। কাব্যরস সৃষ্টি ব্যতীত এর অন্য কোন উদ্দেশ্য ছিল না। কবি রোমান্স হিসেবেই কাব্যটি রচনা করেছিলেন। কবি তার কাব্য কে নাটগীত বলে উল্লেখ করেছেন।

রসূল বিজয়
হযরত মুহম্মদ (সাঃ) এর রাজু জয়, তাঁর মাহাত্ন্য ঘোষণা হচ্ছে ‘রাসুল বিজয়’ গ্রন্থের উপজীব্য।

হনিফা ও কয়রাপরী
হানিফা-কায়রাপরী সাবিরিদ খানের অন্যতম রচনা। এটি জঙ্গনামা জাতীয় যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনীর জন্য তা রোমান্টিক প্রণয়োপাখ্যানের পর্যায়ভুক্ত। কবির কাব্যটি খন্ডিত আকারে পাওয়া গেছে বলে কাব্যের নাম নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। ডঃ আহমদ শরীফ কাব্যের নামকরণ করেছেন ‘হানিফার দিগ্বিজয়, ডঃ মুহম্মদ এনামুল হক ‘হানিফা ও কায়ারাপরী’ নাম ব্যবহার করেছেন। হযরত আলী (রঃ) পুত্র মুহম্মদ হানিফা কাহিনীর নায়ক।

Add a Comment