বিপ্রদাস পিপিলাই

বিপ্রদাস পিপলাই (মতান্তরে বিপ্রদাস পিপিলাই) ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি। তিনি মনসামঙ্গলের কবি। তিনি অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাদুড়িয়া-বাটাগ্রামের বাসিন্দা মুকুন্দ পিপলাইয়ের পুত্র ছিলেন। মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র তাঁর কাব্যেই লভ্য। গৌড়ের রাজা হোসেন শাহের সময়ে ১৪৯৫-৯৬ সালে এই ‘মনসাবিজয়‘ কাব্য রচিত হয়।

সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, মতে বিপ্রদাস মনসা-পাঁচালীর সবচেয়ে পুরনো কবি। অপরমত অনুযায়ী কানাহরি দত্ত । মনসামঙ্গলের অপর একজন অন্যতম কবি বিজয়গুপ্ত

Add a Comment