সারাংশ/সারমর্ম

কোন রচনায়, গদ্য বা পদ্যে কবি বা লেখক যে বিষয়টি উপস্থাপন করেছেন তা সহজ-সরল ভাষায় সংক্ষেপে তুলে ধরা কে সারমর্ম বা সারাংশ বলে। কবিতার ক্ষেত্রে সারমর্ম ও পদ্যের ক্ষেত্রে সারাংশ লিখতে হয়।

সারাংশ/সারমর্ম লেখার কিছু সাধারণ দিক

  • সারাংশ/সারমর্ম অত্যন্ত ছোট বা বড় হওয়া যাবে না। সাধারণত মূল অংশের এক তৃতীয়াংশের সমান ধরা যায়। তবে তার চেয়েও বড় কথা মূল অংশের সম্পূর্ণ ভাব এসেছে কি না তা দেখা। এবং তা এক অনুচ্ছেদে হতে হবে। বড় হলে সারাংশ/সারমর্ম এর মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
  • প্রথমে সম্পূর্ন অংশটুকু এক থেকে দুইবার পড়ে নিয়ে মূলভাবটি বোঝার চেষ্টা করতে হবে। কোন অংশ না বুঝে অনুমান নির্ভর হওয়া যাবে না।
  • প্রধান প্রধান শব্দে দাগ দিবেন। দাগাঙ্কিত শব্দের বাক্যগুলো আবার পড়ে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তারপর লেখা শুরু করবেন।
  • সারাংশ/সারমর্ম উত্তম পুরুষ(আমি, আমরা ইত্যাদি) ও মধ্যম পুরুষে(তুমি, তোমরা ইত্যাদি) লেখা যাবে না।
  • উপমা, অলংকার, রূপক ইত্যাদি বর্জন করতে হবে।
  • কখনই নিজের কোন মতামত দেওয়া যাবে না।
  • মূল অংশের কোন অংশের সরাসরি উদ্ধৃত করা থেকে বিরত থাকবেন ও লক্ষ্য রাখবেন কোন অংশের পুনরাবৃত্তি যাতে না ঘটে।
  • লেখা শেষে পড়ে দেখা, যে কোন মূল বিষয় বাদ গেছে কি না। গেলে তা সংযোজন করে পুনরায় লেখা।

Add a Comment