সমোচ্চারিত শব্দ (দ ধ)

দর্প – গর্ব দর্ভ – তৃণ
দর্প – যোগ্য অহংকার দম্ভ – অযোগ্য গর্ব
দর – দাম দড় – দৃঢ়, কঠিন, মজবুত
দারা – পত্নী দ্বারা – দিয়ে
দার – পত্নী দ্বার – দরজা দাঁড় – নৌকার বৈঠা
দিননাথ – সূর্য দীননাথ – দরিদ্রের অধিকর্তা
দিনেশ – সূর্য দীনেশ – দরিদ্রের প্রভু
দিন – দিবস দীন – দরিদ্র
দীপ – প্রদীপ দ্বীপ – জল বেষ্টিত স্থান দ্বিপ – হাতি
দাশ – জেলে, ধিবর, হিন্দু মৎস্যজীবী দাস – ক্রীতদাস, অধীন।
দুকুল – দুই বংশ, রেশমী বস্ত্র দুকূল – দুই তীর
দূত – চর দ্যূত – পাশাখেলা
দৃপ্ত – বলিষ্ট দীপ্ত – উজ্জ্বল
দেবত্ব – দেবতার ভাব দেবত্র– দেবতার উদ্দেশ্যে প্রদত্ত সম্পত্তি
দেশ – রাজ্য দ্বেষ – হিংসা
দেড়ি – দেড় গুণ দেরি – বিলম্ব
দ্বারী -প্রহরী দাঁড়ি – যতি দাড়ি – শ্মশ্রু
দ্রব – তরল পদার্থ দ্রব্য – জিনিসপত্র।
ধনাত্মক – পজিটিভ ধ্বন্যাত্মক – ধ্বনিমূলক; শব্দের অনুকারমূলক
ধনী – ধনবান ধ্বনি – শব্দ ধনি – সুন্দরী, যুবতি
ধড়া – কটি বস্ত্র ধরা – স্পর্শ করা/পৃথিবী
ধর – ধারণ করা ধড় – দেহ
ধাতৃ – বিধাতা ধাত্রী – দাই
ধাপ – সিঁড়ির পৈঠা দাপ – দাপট, দর্প
ধারি – মাটির ঘরের অপ্রশস্ত বারান্দা ধারী – ধারণকারী ধাড়ি – প্রধান
ধুম – প্রাচুর্য ধূম – ধোঁয়া
ধোঁয়া – ধুম ধোয়া – ধৌত করা

Add a Comment