সমোচ্চারিত শব্দ (ই উ এ ও)

ইতি – শেষ ঈতি -শস্যৎপাদনে ছয় প্রকার বিঘ্ন যেমন- অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মূষিক, পতঙ্গ, পক্ষী ও নিকটস্থ বৈরী রাজা।
ইস্ত্রি -কোঁচকানো কাপর মসৃণ করার যন্ত্র স্ত্রী – বৌ
ঈশ – ঈশ্বর ঈষ – লাঙলের দণ্ড
উদ্যত – প্রস্তুত উদ্ধত – অবিনীত
উদ্দেশ্য-অভিপ্রায়, মতলব উদ্দেশ – খোঁজ, সন্ধান
উপাদান – উপকরণ উপধান – বালিশ
উৎপত – পাখি উৎপথ – কুপথ
ঋতি – গতি রীতি – পদ্ধতি
ঋত – কাতর রীত – প্রথা, ব্যবহার
একতা – ঐক্য এক-তা – কাগজের এক পাতা
একদা – এক কালে একধা – এক প্রকারে
এণ – কৃষ্ণসার মৃগ এন -দোষ, পাপ
ওরা – তারা ওড়া – যেমন পাখির ওড়া
ওষধি – যে গাছ একবার ফল দিয়ে মারা যায় ঔষধি – ওষুধ
ওড় – জবাফুল ওর – উহার, সীমা

Add a Comment