বাগধারা শ

শকার বকার করা = আজে বাজে গালি দেওয়া ।
শকুনিমামা – কূটবুদ্ধি দাতা ব্যাক্তি।
শত্রুর মুখে ছাই দেওয়া = লোকের কুদৃষ্টি এড়ানো ।
শবরীর প্রতিক্ষা= দীর্ঘকাল ধরে প্রতীক্ষা।
শরতের শিশির = সুসময়ের বন্ধু ।
শান্তি পুরের নৌকতা = মৌখিক ভদ্রতা ।
শালগ্রামের শোয়া বসা= নির্বিকার লোকের মনের অবস্থা।
শিখন্ডি খাড়া করা – কাউকে আড়াল করে অন্যায় কাজ করা।
শিবত্ব প্রাপ্তি = মৃত্যু।
শিবরাত্রির সলতে = মায়ের একমাত্র সন্তান ।
শিবহীন যজ্ঞ = প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান।
শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ, সামনেই বিপদ। (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)
শিয়ালের যুক্তি = অকেজো যুক্তি, অসম্ভব যুক্তি।
শুঁড় বার করা= লোভ করা।
শুকনোয় ডিঙ্গি চালানো = গায়ের জোরে কাজ করা ।
শুভংকরের ফাঁকি – হিসেব নিকেশের মারপ্যাঁচে আসল বিষয় চেপে রেখে কর্তৃপক্ষ বা সাধারন মানুষকে ধোঁকা দিয়ে ফায়দা হাসিল।
শুম্ভ নিশুম্ভের যুদ্ধ= ভীষণ লড়াই।
শুয়োরের গো= ভয়ানক।
শ্বেত হস্তি পোষা = কর্মচারীদের জন্য অধিক অর্থব্যয় ।
শ্মশান-বৈরাগ্য = সাময়িক বৈরাগ্য।
শ্রী ঘর = জেল খানা ।


👉 Read More...👇