বাগধারা র

রক্তের অক্ষরে লেখা= সংগ্রামের কাহিনি।
রন্ধনের চাইল চর্বণে যাওয়া = এক বিষয়ের খরচ অন্য বিষয়ে ব্যয় হওয়া ।
রাই কুড়িয়ে বেল = অল্প অল্প সঞ্চয়ে প্রচুর জমানো ।
রাঙা শুক্রবার= কোন দিনই নয়।
রাঙ্গা মুলো = সুন্দর চেহারার গুণহীন ব্যক্তি ।
রাজা উজির মারা = লম্বা লম্বা গল্প করা ।
রাজ ঘটক (রাজযোটক?)= চমৎকার মিলন ।
রাবণের গোষ্ঠী = বড় পরিবার।
রাবণের চিতা=চির অশান্তি (১৪তম বিসিএস প্রিলিমিনারি)
রামগরুড়ের ছানা = গোমড়া মুখো লোক । (২৩তম বিসিএস প্রিলিমিনারি)
রামরাজ্য – সুখ সমৃদ্ধির দেশ।
রামের হনুমান – বিশ্বস্ত অনুচর।
রাম ভজি কি রহিম ভজি= উভয় সংকট।
রাম রাজত্ব= শান্তি শৃঙ্খলাযুক্ত রাজ্য।
রাশভারি= গম্ভীর প্রকৃতির লোক।


👉 Read More...👇