বাগধারা য

যক্ষের ধন= কৃপণের ধন।
যখন তখন অবস্থা= মুমূর্ষু অবস্থা।
যবনিকা পতন = পরিসমাপ্তি ।
যমের অরুচি= যে সহজে মরে না।
যমের দোসর = ভয়ানক লোক।
যমের ভুল= যার মরন হয় না।
যম যন্ত্রণা= খুব কষ্ট।
যশুরে কই= বেঢপ/ স্ফীত মস্তক শীর্ণ দেহী।
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন= খুব সামান্য তফাৎ।
যো হুকুম = চাটুকার ।
যে দামে কেনা সে দামে বিক্রি – অবৈধভাবে অর্জন করা ধন বিনিষ্ট হলে/ যা কিনতে অর্থ খরচ হয়নি তা নষ্ট হলে লাভ ক্ষতির হিসাব চলেনা।


👉 Read More...👇