বাগধারা ম

মকশো করা= অভ্যাস করা।
মন না মতি = মানব চিত্তের অস্থিরতা ।
মরার সময় মকরধ্বজ – শেষ মূহুর্তের জন্য ক্ষীণ আশার সঞ্চার হিসেবে কোন কাজ করা।
মাছিমারা কেরানি – ভুল ত্রুটির দিকে খেয়াল না রেখে কোন কাজ হুবহু অনুকরণ করা।
মাছের মা = নির্মম ।
মাছের মায়ের পুত্রশোক – কারো অনিষ্ট করে ক্ষতিগ্রস্ত কে স্বান্তনা দিতে আসা।
মাথার ঘায়ে কুকুর পাগল= ভীষণ বিপদে অস্থির অবস্থা।
মানের গুড়ে বালি= সম্মানহানি।
মামার বাড়ির আবদার = যা খুশি করা ।
মাৎস্যন্যায় = শোষণ নীতি ।

মিছরির ছুরি= আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী।
মুখে ফুল চন্দন পড়া= ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হওয়ার কামনা।
মেনতামুখো = মিনমিনে ।
মোমের পুতুল = সামান্য পরিশ্রমে কাতর ।
মৌভাত চড়ানো= নেশা করা।
ম্যাও ধরা= দায়িত্ব নেওয়া।
মড়াকান্না= উচ্চ কণ্ঠে শোক প্রকাশ।
ময়ূর ছাড়া কার্তিক= রুপবান পুরুষ।


👉 Read More...👇