বাগধারা প

পঞ্চত্ব প্রাপ্তি= মারা যাওয়া।
পঞ্চমুখ হওয়া= অতিরিক্ত বলা।
পটের বিবি = সুসজ্জিত ।
পত্রপাঠ= তৎক্ষণাৎ।
পরকাল ঝরঝর করে দেওয়া = সর্বনাশ করা ।
পরঘড়ি পান্তা মারি= হারহাভাতে লোক।
পরশুরামের কুঠার – সর্ব সংহারক অস্র/নৃশংসভাবে প্রতিশোধগ্রহণের অস্র।
পরের মুখে ঝাল খাওয়া = অন্যের কথায় নির্ভর করা।
পশ্চিম দিকে সূর্য ওঠা= অসম্ভব ব্যাপার।
পাকে প্রকারে= কলে কৌশলে।

পাণ্ডব বর্জিত= সভ্য লোকের বাসের অযোগ্য।
পাততাড়ি গোটানো = চলে যাওয়ার প্রস্তুতি ।
পাথরে পাঁচকিল = ভাগ্য সুপ্রসন্ন যার ।
পান্তা ভাতে ঘি= অপব্যবহার।
পাষাণ ভাঙ্গা= দাঁড়িপাল্লায়র ফের ভাঙ্গা।
পায়াভারী = অহংকারী।
পিপু ফিশু – বড় কুড়ে, নিতান্ত অলস, গোফ খেজুরে।
পিঁপড়ের পেট টেপা= অত্যধিক হিসাব করা।
পেটের শত্রু = যে সন্তান মায়ের দুঃখের কারন ।
পেটে পেটে বুদ্ধি = দুষ্টু বুদ্ধি ।
পেটে ভাতে = শুধু আহার করে ।
পোয়া বারো = সুসময় ।
পড়ে-পাওয়া চোদ্দ আনা= বিনা পরিশ্রমে লাভ।
পয়লা নম্বর = অতি চমৎকার।


👉 Read More...👇