বাগধারা ন

নকড়া ছকড়া = তুচ্ছ-তাচ্ছিল্য করা ।
নদীর কুলে বাস = ভয়ের যায়গায় অবস্থান ।
ননীর পুতুল = শ্রম বিমুখ ব্যক্তি ।
নবমীর দশা= মূর্ছা।
নবমীর পাঁঠা = প্রাণভয়ে ভীত ব্যক্তি ।

নমাসে ছমাসে= কালে ভদ্রে।
নরক গুলজার = পাপীদের সমাবেশ আসর সরগরম ।
নাগরদোলা = জন্মমৃত্যু ।
নাম কাটা সেপাই = কর্মচ্যুত ব্যক্তি ।
নারদের ঢেঁকি= বিবাদের বিষয়।
নারানাং মাতুল ক্রম: – মানুষ মাতুল বা মামার অনুসরণকারী।
নাড়াবুনে= মূর্খ।
না রাম না গঙ্গা = ভালো মন্দ কিছুই না।
নিজের কোলে ঝোল টানা = স্বার্থপর ।
নিরানব্বইয়ের ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি। (২৩তম বিসিএস প্রিলিমিনারি)
নুড়ো জ্বেলে দেওয়া = মৃত্যু কামনা করা।
নেই আঁকড়া = একগুঁইয়ে নাছোড়বান্দা।
নোলা বাড়ানো = লোভ করা।
নয়(ন) দুয়ারি= দ্বারে দ্বারে।


👉 Read More...👇