বাগধারা ত,থ

তক্কে থাকা= গোপনে সতর্ক থাকা।
তটস্ত হওয়া = বিচলিত হওয়া ।
তরবেতর = নানারকম ।
তামার বিষ = অর্থের কুপ্রভাব।
তারে নাচন= দুরবস্থার একশেষ।
তাল কানা = কাণ্ডজ্ঞানহীন ।
তাল গাছে আড়াই হাত = কোন কাজের শেষ ও সবচেয়ে কঠিন অংশ ।
তাল পাতার সেপাই = অতি কৃশ ও দুর্বল, কৃষকায় ।
তাসের ঘর = ক্ষণস্থায়ী ।

তীর্থের কাক= প্রতীক্ষারত।
তুরকি নাচন = নাজেহাল ও অস্থির অবস্থা।
তুলসী বনের বাঘ = ভণ্ড সাধু।
তুষের আগুন = দীর্ঘস্থায়ী মানসিক অবস্থা।
তেলোহাঁড়ি = গম্ভীর।
তেল নুন লাকড়ি = খাদ্যের উপকরণ, মৌলিক প্রয়োজন।
ত্রাহি ত্রাহি = পরিত্রাণ করার জন্য চিৎকার ।
ত্রিশঙ্কু অবস্থা = কোন দিকেই যাওয়া যাচ্ছে না এমন ।
তয়নাত করা = স্থির করা।
ত-খরচ = বাজে খরচ।
থই থই করা = প্লাবন ।
থরহরি কম্প= ভয়ে প্রচণ্ড কাঁপা।
থানা পুলিশ করা = নালিশ করা ।
থাবাথুবি দিয়ে রাখা = ভুলিয়ে রাখা ।
থুরে দেওয়া= জব্দ করা।
থ পাতা= স্থায়ীওভাবে কিছু করা।


👉 Read More...👇