বাগধারা ড,ঢ

ডকে ওঠা= নষ্ট হওয়া।
ডগয়ংগচ্ছ = ঢিলেমি।
ডঙ্কা মারা = সগর্বে ঘোষণা করা ।
ডাইনে আনতে বাঁইয়ে কুলোয় না= আয়ের চেয়ে ব্যয় বেশি।
ডাকাবুকো = দুরন্ত ও নির্ভীক ।
ডামাডোল = গোলযোগ ।
ডিমে রোগা= চির রুগ্ন।
ঢক্কা নিনাদ= উচ্চ কণ্ঠে ঘোষণা।

ঢাকের কাঠি = তোষামোদকারী, মোসাহেব । (33তম বিসিএস প্রিলিমিনারি)
ঢাকের বাঁয়া = অকেজো । (২২, ১৪তম বিসিএস প্রিলিমিনারি)
ঢাকে কাঠি পড়া= সূচনা হওয়া।
ঢাক ঢাক গুড়্গুড় = লুকোচুরি । (১৪তম বিসিএস প্রিলিমিনারি)
ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার – বৃথা আস্ফালন করা ব্যাক্তি/ নিজের অযোগ্যতাকে কথার মারপ্যাঁচে ঢাকা।
ঢিমে তেতালা = অতিশয় ধীর গতি।
ঢি ঢি পড়া= কলঙ্ক।
ঢেঁকির কচকচি = কলহ।
ঢেঁকির কুমির= অপদার্থ।
ঢেঁকি অবতার = নিষ্কর্মা ও নির্বোধ লোক।
ঢেঁটরা পেটা= ব্যাপক প্রচার।
ঢেউ গোনা= বাজে কাজে সময় নষ্ট করা।
ঢেরা সই= নিরক্ষর লোকের সই।


👉 Read More...👇