বাগধারা ট,ঠ

টাকাটা সিকিটা= খুব সামান্য টাকা।
টাকার বাণ্ডিল = প্রভূত বিত্ত ।
টীকা ভাষ্য = দীর্ঘ আলচনা ।
টুকনি হাত করা = নিঃশ্ব হওয়া ।
টুপভুজঙ্গ = নেশাগ্রস্ত।
টুলো পণ্ডিত= পুথিগত বিদ্যাসার।
টেঁকে গোঁজা= আত্মসাৎ করা।
টেণ্ডাই-মেণ্ডাই= আস্ফালন।
ঠারে ঠারে= ইঙ্গিতে।
ঠুঁটো জগন্নাথ= অকর্মণ্য।
ঠেকা মেয়ে= চির কুমারি।
ঠোঁট ওল্টানো = গর্ব প্রকাশ করা ।
ঠোঁট-কাটাৃৃ = স্পষ্টভাষী (২০ তম বিসিএস প্রিলিমিনারি)
ঠোলাপাতি= বনভোজন।


👉 Read More...👇