জটিলবাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর

মিশ্ৰ বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে যোজক পদ ব্যবহার করে আশ্রিত বাক্যগুলোকে স্বাধীন বাক্যে পরিণত করতে হবে। যেমন –

মিশ্র বাক্যঃ যদি সে কাল আসে, তাহলে আমি যাব।
যৌগিক বাক্যঃ সে কাল আসবে এবং আমি যাব।

মিশ্র বাক্যঃ যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।
যৌগিক বাক্যঃ বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।

মিশ্র বাক্যঃ যদিও তার টাকা আছে, তথাপি তিনি দান করেন না।
যৌগিক বাক্যঃ তার টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।

Add a Comment