গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ

বিগত সালের BCS Preliminary- তে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন এসেছে 7টি।

গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ বাক্য তিন প্রকার:

(১) সরল বাক্য,
(২) মিশ্র বা জটিল বাক্য,
(৩) যৌগিক বাক্য।

১. সরল বাক্য: যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা – পুকুরে পদ্মফুল জন্মে। এখানে ‘পদ্মফুল’ উদ্দেশ্য এবং ‘জন্মে’ বিধেয়।
এ রকম : বৃষ্টি হচ্ছে। তো মরা বাড়ি যাও। খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। স্নেহময়ী জননী (উদ্দেশ্য) স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালোবাসেন (বিধেয়)। বিশ্ববিখ্যাত মহাকবিরা (উদ্দেশ্য) ঐন্দ্রজালিক শক্তিসম্পন্ন লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন (বিধেয়)।
হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব। (১৭তম বিসিএস প্রিলিমিনারি)

২. মিশ্র বা জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। এ বাক্যগুলো তে,যা-তা, যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যেমন-তেমন,যেইনা-অমনি, যেহেতু-সেহেতু/সেজন্য, যদি-তবে, সে-যে, যখন-তখন, যদিও, তাহলে, তাহা হইলে ইত্যাদি যুক্ত থাকে।

আশ্রিত বাক্যপ্রধান খণ্ডবাক্য

যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
সে যে অপরাধ করেছে, তা মুখ দেখেই বুঝেছি।

যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। (২৫তম বিসিএস প্রিলিমিনারি)
যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম। (২৬তম বিসিএস প্রিলিমিনারি)
মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। (32তম বিসিএস প্রিলিমিনারি)
তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল। (33তম বিসিএস প্রিলিমিনারি)

৩. যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততো ধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
-জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
-কমপক্ষে দুটি খণ্ডবাক্য থাকে । (১৪তম বিসিএস প্রিলিমিনারি)
-বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন।

যেমন –তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। (১৮তম বিসিএস প্রিলিমিনারি) নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না। বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্র তাহার গৃহ পরিপূর্ণ। উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

Add a Comment