সংবাদ পত্রে প্রকাশের জন্য পত্র

জনগনের অভাব অভিযোগ, স্থানীয় কোন সমস্যা বা জনগুত্বসম্পন্ন কোন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করে ব্যর্থ হলে মানুষ পত্রিকার শরণাপন্ন হন। তখন সংবাদ পত্রে প্রকাশের জন্য পত্র লেখার প্রয়োজন হয়।

সংবাদ পত্রে প্রকাশের জন্য ব্যক্তিগত আবেগ বা ধারণার চেয়ে তথ্য নির্ভর মতামতের মূল্যই বেশি। তাই ‘আমি’ কে উহ্য রেখে ‘আমরা’ বা প্রকৃত ঘটনাকে সামনে এনে বর্ণনা করা উচিৎ।

এ পত্রের প্রধান দুটি অংশ থাকে-
১. লেখা প্রকাশের জন্য সম্পাদককে অনুরোধ পত্র/আবেদন পত্র
২. পত্রিকায় প্রকাশিতব্য চিঠি

লেখার নিয়মঃ

  • প্রথম অংশটি আবেদপত্রের নিয়মানুসারে লিখতে হবে।
  • দ্বিতীয় অংশের প্রথমে, মাঝবরাবর শিরোনাম থাকবে।
  • তারপর প্রয়োজনীয় সংখ্যক অনুচ্ছেদে প্রকাশিতব্য ঘটনা শেষ হবে।
  • সব শেষে ডান পাশে আবার নাম ও সংক্ষেপে ঠিকানা লেখা থাকবে।

একটি নমুনা

তারিখঃ ০২/০৪/২০১৮
সম্পাদক
প্রথম আলো
সিএ ভবন, ১০০কাজী নজরুল ইসলাম এভিনিউ,
কাওরান বাজার, ঢাকা-১২১৫

বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত পত্রিকার ‘চিঠিপত্র’/’মতামত’ বিভাগে সংযুক্ত পত্রটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব।

বিনীত
আশিকুর রহমান
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

যানজটে অচল ঢাকা

রাজধানী শহর ঢাকা, দেশের প্রাণ কেন্দ্র। কিন্তু বর্তমানে যানজট এ শহরে একটি নিত্য-নৈমিত্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যানজটের কারনে…

… … … … …
… … … … …

… … … … …
… … … … …

উপর্যুক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করলে যানজটের তীব্রতা থেকে রেহাই পাওয়া যাবে বলে আশা করা যায়।

আশিকুর রহমান
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

Add a Comment