জ্ঞানান্বেষণ

‘জ্ঞানাণ্বেষণ’-এর সূত্রপাত সম্বন্ধে কেদারনাথ মজুমদার জানিয়েছেন, হিন্দু কলেজের কিছু কৃতবিদ্য ছাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে দেশীয় ভাষা ব্যবহারে উৎসাহী ছিলেন না, কিন্তু পরবর্তী কালে তারা বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হন এবং মাতৃভাষায় সাহিত্য রচনার সঙ্কল্পে রসিককৃষ্ণ ঘোষের বাগান বাটিতে ‘সাহিত্য সমালোচনী সভা’ নামে একটি সভা সংগঠিত করেন। এর ফলেই ‘জ্ঞানাণ্বেষণ’ পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। এই সভায় যে সব প্রবন্ধ পাঠ বা বক্তৃতা হত তা ঐ পত্রিকাতে প্রকাশিত হত। এই দলে ছিলেন প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, গোবিন্দচন্দ্র বসাক, তারাচাঁদ চক্রবর্তী, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, কিশোরীচাঁদ মিত্র প্রমুখ ব্যক্তিগণ।

সাপ্তাহিক ‘জ্ঞানান্বেষণ’ হিন্দু কলেজে ডিরোজিও-র সময়ের একটি উল্লেখযোগ্য পত্রিকা। ব্রজেন্দ্রনাথ জানিয়েছেন যে পত্রিকাটি “ইয়ং বেঙ্গল” দের মুখপত্র ছিল। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৩১ সালের ১৮ই জুন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায়।

Add a Comment